শেরপুরের নকলা উপজেলায় বিনাধান-১৭ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন ধানের জাত বিনাধান-১৭ সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ১১ নভেম্বর সোমবার উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নকলার যৌথ আয়োজনে এবং রাজস্বখাতের অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্ত শেরপুর খামার বাড়ীর উপপরিচালক (ডিডি) কৃষিবিদ আলহাজ্ব মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহের মহাপরিচালক (ডিজি) ড. বীরেশ কুমার গোস্বামী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ নাসরীন আখতার, বিনা’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ পরেশ চন্দ্র দাস ও গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল প্রমুখ।
উপজেলার গৌড়দ্বার ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিনা উপকেন্দ্র নালিতাবাড়ীর বৈজ্ঞানিক কর্মকর্তা শ.ম আব্দুল আলীম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার (এইউএও) কৃষিবিদ রোকসানা নাসরিন, স্থানীয় কৃষাণী মিনু আক্তার ও হাজেরা বেগম প্রমুখ। এসময় বিভিন্ন ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।