চীফ রিপোর্টার সেলিম মিয়া – গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর দিগারকান্দা নামাপাড়া এলাকায় দেলোয়ার হোসেন দুলু ও মিলন নামে দুই যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল।
জানা যায় নগরীর ২৫ নং ওয়ার্ড এর দিগারকান্দা নামাপাড়া এলাকার মৃত আব্দুল হাই তোতা মিয়ার পুত্র দেলোয়ার হোসেন দুলু তার নিজস্ব দোকান ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের আলমানার এতিমখানা সংলগ্ন দিয়া মটরস দোকানে বসা ছিলো সেই সময় একই এলাকার মিলন নামে এক যুবক ঐ দোকানে বসা ছিলো।
দুলুর আত্মীয় স্বজন জানায় গতকাল ৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে একই এলাকার ইলিয়াস এর নেতৃত্বে একটি সাদা রংঙ্গের পাইভেট কারে এসে ৪ থেকে ৫ জন ইঠাৎ গাড়ি থেকে নেমে দুলু ও মিলন কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়।
আহত দুলু ও মিলন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ব্যাপারে গতকাল রাতে আহত দেলোয়ার হোসেন দুলুর স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানাায় অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় অয়ন নামে একজনকে গ্রেফতার করছে পুলিশ।
এ ঘটনায় দেলোয়ার হোসেন দুলুর স্ত্রী শামীমা আক্তার জানায় হামলাকারীরা আগে থেকেই তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এখনো হুমকি দিচ্ছে।