ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের ভাটিচরনওপাড়া গ্রামের নজরুল ইসলাম বেপারী (৫০) নামে এক ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বুধবার দুপুরে ওই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নজরুল ইসলাম বেপারীর (৫০) ৩ মেয়ে, ৩ ছেলে ও এক স্ত্রী নিয়ে তার সংসার। সম্প্রতি নজরুল ইসলামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া বড় মেয়ে মিথিলা আক্তার শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে রোববার মিথিলাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন বাবা নজরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মিথিলার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। বুধবার সকালে মিথিলা হাসপাতাল থেকে ফোন করে বাবা নজরুল ইসলামকে তার শরীর ভালো না একটু দেখে যাওয়ার জন্য বলে। কিন্তু বাবা নজরুল অসুস্থ মেয়ের এমন কথা শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন। এদিকে মেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছে এমন শোক যেনো কিছুতেই মানতে পারছে না বাবা নজরুল। ধারণা করা হচ্ছে মেয়ের অসুস্থতার চিন্তা থেকে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
এদিকে পরিবারের লোকজন অসুস্থ মেয়েকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে বলে নজরুল কে খুঁজতে থাকে। অনেক খুঁজাখুঁজির পর বসত ঘরের সাথে গোডাউনের দরজা খুলে নজরুলকে ফাঁসিতে ঝুলে রয়েছে দেখতে পায় তার ছেলে ফয়সাল মিয়া। পরে তার ডাক চিৎকারে পরিবারের লোকজন এসে নজরুল ইসলাম কে ফাঁসিতে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবহিত করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল