চীফ রিপোর্টারঃ
- র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর গুলশান থানাধীন গুলশান-২, ডিসিসি মাকের্টের বিপরীত পাশে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সামনে দিয়ে কতিপয়
মাদক ব্যবসায়ী জীপগাড়ী যোগে অবৈধভাবে মাদকদ্রব্য মদ ও বিয়ার পরিবহন করে উত্তরার দিকে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ৩০ আগস্ট ২০২২ তারিখ আনুমানিক ০৫৫০ ঘটিকায় ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২, ডিসিসি মাকের্টের বিপরীত পাশে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সামনে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী মোঃ সুজন শেখ (২০), পিতা- মোঃ রশিদ শেখ, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১,১৫২ ক্যান বিয়ার, ২৭৬ বোতল বিদেশী মদ, ০১ টি পাজারো জীপ গাড়ী, ০২ টি মোবাইল ফোন ও নগদ ৪,৫০০/- টাকা জব্দ করা হয়।
ধৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার পরিবহন করে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল