১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ, সারা বাংলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত ফজিলাতুন্নেছা মুজিব সেতু উদ্বোধন করবেন।
১, সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত ফজিলাতুন্নেছা মুজিব সেতু উদ্বোধন করবেন।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ মূল সেতুটির উভয় প্রান্তে ৪৯৫ মিটার ভায়াডাক্টসহ সেতুটির দৈর্ঘ প্রায় ১,৫০০ মিটার। ৯টি স্প্যান ও ৮টি পিয়ার বিশিষ্ট ১৩.৪০ মিটার প্রস্থ সেতুটির পিরোজপুর ও বরিশাল প্রান্তে এক হাজার ৪৬৭ মিটার সংযোগ সড়কসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আরও দুটি ছোট সেতু ও বক্স কালভার্ট নির্মিত হয়েছে।

সেতুটি উদ্বোধনের সাথে সাথে রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের সাথে পদ্মার এপাড়ের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগে আর কোনো সেতু থাকবে না। সেতুটি চালুর সাথে সাথে সমুদ্র সৈকত কুয়াকাটা, গভীর সমুদ্র বন্দর পায়রা, পায়রা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাসের সাথে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, সমুদ্র বন্দর মংলা ও শিল্পনগরী খুলনার সরাসরি সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।