চীফ রিপোর্টারঃ – সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিং কালে অনলাইন প্লাটফর্ম betwinner.com নামক বেটিং সাইটটি নজরে আসে যেখানে অনলাইনে বেটিং করা হয় বা জুয়া খেলা হয়।
এই বিষয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম এডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়ের সার্বিক তত্বাবধানে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্ত শেষে betwinner.com এর পরিচালনার সাথে যুক্ত কয়েকজনকে সনাক্ত করে।
পরবর্তীতে গত ৩১/০৮/২০২২ খ্রি. অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ১. আবু বক্কর সিদ্দিক (৩০) ২. আব্দুল্লাহ আল আউয়াল (২৬) ৩. মোঃ তোরাফ হোসেন (৩৭) দেরকে গ্রেফতার করা হয়।
অনলাইন গ্যাম্বলিং সাইট betwinner.com যেভাবে পরিচালিত হয় ঃ
একজন জুয়াড়ি মোবাইল নম্বর/ইমেইল এর মাধ্যমে এই বেটিং সাইটে বা অ্যাপসে একাউন্ট ওপেন করে সে সময়ে একাউন্টের বিপরীতে একটি e-wallet তৈরী হয় যাকে জুয়াড়িরা USDT বলে থাকে। শুরুতে এই ব্যালেন্স শূন্য থাকে। এই ওয়ালেটে ব্যালেন্স যোগ করার জন্য অনেক মাধ্যম রয়েছে যার ভেতর বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্রাস্ট এজিয়াটা অন্যতম। এগুলোর যে কোন একটি বেছে নিলে সেখানে একটি Agent নম্বর দেখায় যেখানে নূন্যতম ৫০০/- টাকা দিলে কিছুক্ষণের মধ্যে e-wallet বা USDT ব্যালেন্স যুক্ত হয়ে যায়। এ টাকা/ব্যালেন্স দিয়ে সে পরবর্তীতে জুয়া খেলতে পারে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের এজেন্টরা জমাকৃত টাকা উইথড্র করে উক্ত টাকা বাইন্যান্স নামক মানি এক্সচেঞ্জ অ্যাপের মাধ্যমে মার্কিন ডলারে কনভার্ট করে। পরবর্তীতে বাইন্যান্স এর মাধ্যমে এই টাকা বিভিন্ন দেশে পাচার হয়ে যায়। ধৃত আসামীরা সকলেই এই অবৈধ লেনদেনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেফতারকালে আসামীদের কাছ থেকে সর্বমোট ০৬ টি মোবাইল ফোন, এজেন্ট সিম- ০৪ (চার)টি, মার্চেন্ট সিম-০২(দুই) টি, ডিএসও (নগদ) সিম- ০১ (এক) টি, পার্সোনাল সিম- ০২(দুই) টি সহ মোট- ১২টি সিম, ০১ (এক)টি ল্যাপটপ জব্দ করা হয়।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে পল্টন (ডিএমপি) থানার মামলা নং-৭৪, তারিখ- ৩১/০৮/২০২২ খ্রি., ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) রুজু করা হয়েছে।