জয়নাল আবেদিন:
ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো: ফজলুর রহমান তার কার্য্যলয়ে সোমবার বিকালে ২০১৮-২০১৯ অর্থ বছরের ময়মনসিংহ সিটি সহ ৫ জেলার সর্ব্বোচ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছেন । সেই লক্ষ্যে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স ও মত বিনিসয় সভা করেন। আগামী ১৩ নভেম্বর বুধবার সকালে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্হার জিমনেসিয়ামে এই আয়কর মেলার উদ্বোধন করবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি । এ বছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে ৭ জন করদাতা সহ ময়মনসিংহ, জামালপুর,শেরপুর কিশোরগঞ্জ, নেত্রকোনার ৪২ জন শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। ১৪ নভেম্বব ৫ জেলা সহ ভালুকা, গফরগাঁও, নালাতাবাড়ী, মুক্তাগাছা উপজেলাতেও এই মেলা চলবে। কর কমিশনার জানান গত ১৮-১৯ অর্থ বছরে সরকারের টার্গেট ছিলো ৫শত ৫২কোটি ৫৭ লাখ টাকা । আদায় হয়েছে ৫শত ৫৮ কোটি টাকা । ২০১৯-২০২০ অর্থ বছরে ৬শত ২৫কোটি ৪২ লাখ টাকা টার্গেট এর অক্টোবর পযন্ত আদায় হয়েছে ১শত ২৯কোটি ২৮ লাখ টাকা । এবারের মেলা ১৪ তারিখ শুরু হয়ে ২০ তারিখ বিকালে শেয় হবে । প্রেস কনফারেন্সে উপস্হিত ছিলেন দি ট্যাক্সেস বার এসোসিয়েশন ময়মনসিংহ সভাপতি এডভোকেট সাদিক হোসেন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ, রেন্জ- ০৪ কর অঞ্চল সৌমিত্র কুমার ভৌমিক, উপ কর কমিশনার সদর দপ্তর (প্রায়োগিক) এস এম মেহেদী হাসান, সহকারী কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) মো: শামীম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগন।