৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, সারা বাংলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জাকের পার্টি চেয়ারম্যান।
১১, নভেম্বর, ২০১৯, ৬:৫০ অপরাহ্ণ -

তথ্যপ্রতিদিন. কম:

অর্থ ও ষড়যন্ত্র দিয়ে ধর্ম প্রচার করা যায় না

জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, অর্থ ও ষড়যন্ত্র দিয়ে ধর্ম প্রচার করা যায় না। জনগনের হৃদয় পাওয়া যায় না। ওলী আউলিয়াগন ধর্ম প্রচারে টাকার বস্তা নিয়ে আসেন নি। তারা খোদার শক্তি দ্বারা সত্য প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। দূর্যোগময় প্রকৃতি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উৎসব মুখর আবহে প্রথমে আল্লাহু আকবার, কলেমা তৈয়্যাবা এবং জাকের পার্টির পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা ও বেলুন উড়ানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার প্রয়াসে বৃহত্তর জনগোষ্ঠি মুসলমানদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যান্য ধর্মের সকলকেও মর্যাদা সহকারে ঐক্যের মঞ্চে রাখতে হবে। আমরা এদেশের সকলের ধর্মীয় অধিকারে বিশ্বাস করি। তবে আমাদের স্বকীয়তা ও স্বাতন্ত্র্য রক্ষায় কারো সাথে আপোষ করি না। আমরা বাংলাদেশের মুসলমানদের যেমন ঐক্যবদ্ধ রাখব তেমনি অন্যান্য ধর্মাবলম্বীদের ভালবাসার চাদরে বুকে রাখব। মদীনা সনদ সকলকে খেয়াল রাখতে হবে।

পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, আপনারা যারা ক্ষমতার নেশায় রাজনীতি করেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা দয়া করে এ ধরনের রাজনীতি পরিহার করুন। প্রতিভাবান নতুন প্রজন্ম আসছে। তাদের নেতৃত্বে রাজনীতিতে গুনগত পরিবর্তনের সূচনা করতে হবে। তিঁনি আরো বলেন, ক্ষমতায় কারা থাকলে ভাল হবে জাকের পার্টি তা যথাযথ ভাবে জানে। মুসলমান হয়ে মুসলমানের উপর বোমা হামলা এটা ইসলামের আদর্শ নয়। ইসলাম এসেছে উদারতার মধ্য দিয়ে। সারা পৃথিবীর মুসলমান যদি এক হয় তাহলে সেই ঐক্য অনেক বড় অর্জন এনে দিতে পারে। ধনী মুসলিম দেশগুলো যদি গরীব মুসলিম দেশগুলোকে অর্থনৈতিক সহযোগীতা দেয় তাহলে আর কিছু লাগে না।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য জাকের পার্টি প্রতিষ্ঠা হয় নাই। আমরা কাগুজে বাঘ নই। উপমহাদেশে অস্থিরতার পদধ্বনি দেখা যায়। বাংলাদেশের উপরেও ষড়যন্ত্রের ঘনঘটা টের পাওয়া যায়। এমতাবস্থায় যদি প্রয়োজন হয় জাকের পার্টির নেতা-কর্মীগন দেশ রক্ষায় অবশ্যই ঝাপিয়ে পরবে ইনশাআল্লাহ্।

সভাপতির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেন, বাংলাদেশে রাজনীতি আছে, কিন্তু নীতি নেই। অর্থনীতি আছে, কিন্তু নীতি নেই। যদি উভয় ক্ষেত্রে নীতি আনতে হয় তাহলে জাকের পার্টির প্রয়োজন হবে। আমাদের সবকিছুই স্বচ্ছ। তিঁনি বলেন, নির্বাচন কমিশন প্রদত্ত সর্বশেষ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী জাকের পার্টির সকল পর্যায়ের কমিটিতে ৩৩.৩৩ ভাগ নারী নেতৃত্ব রয়েছে।

ড. সায়েম আমীর ফয়সল বলেন, এদেশের ৯২% মানুষ মুসলমান। জনজীবনে শৃঙ্খলা আনতে হলে তা আইনের মাধ্যমে পুরোপুরি সম্ভব নয়। কেবল প্রকৃত ইসলামের আদর্শ অনুসরনেই তা সম্ভব। তিঁনি বলেন, উগ্র ডানপন্থী আছে। উগ্র বামপন্থী আছে। কিন্তু দেশকে এগিয়ে নিতে হলে প্রগতিশীল ইসলামী শক্তির প্রয়োজন হবে। জাকের পার্টিই সেই প্রগতিশীল ইসলামী শক্তি।

Zaker Party’s Chairman at a Discussion Meeting on the Holy Eid-e-Milad un-Nabi (SA) and Zaker Party’s 30th Founding Anniversary

“It is not possible to propagate religion by means of money and conspiracies.”

Zaker Party Chairman Pirzada Mostafa Amir Faisal has said, It is not possible to propagate religion by means of money and conspiracies; it is no way to win people’s hearts. The spiritual leaders of this world did not come out with resources of massive wealth; they surrendered their lives to establish the Truth with the help of Almighty God!

He said all this in a speech given as the chief guest at a discussion meeting organized on the occasion of the Holy Eid-e-Milad un-Nabi (SA) and Zaker Party’s 30th founding anniversary. The meeting, which took place at the Engineers’ Institute auditorium in Dhaka, was presided over by Zaker Party’s Senior Vice-Chairman Dr. Saim Amir Faisal. In spite of the inclement weather condition, there prevailed a festive atmosphere at the venue, with the participation of a massive number of Zaker Party’s leaders and workers. First, Zaker Party’s flag was hoisted, with the accompaniment of Takbirs and the recitation of the Kalima Tayyiba; later, pigeons and balloons were let off.

In his speech as the chief guest, the Zaker Party Chairman said, To uphold the independence and sovereignty of Bangladesh, the Muslims must get united as the largest population of this land; at the same time, we must give the proper standing to people of other religious beliefs and stand by their side, and build up a larger unity. We believe in the religious rights of all in this country; but we never compromise to defend our uniqueness and distinctiveness. As we will strive to unite the Muslims of this land, so will we embrace the people of different creeds and beliefs, with fitting understanding and compassion. We must always uphold the spirit of the Covenant of Medina.

Pirzada Mostafa Amir Faisal said, Those of you, who are engrossed with the brutal power politics – my appeal to you all will be: Please abandon this ruthless kind of politics. A meritorious new generation is rising up. We must initiate a qualitative change in our political culture under their leadership. He also said, Zaker Party knows very well who should be at the helm of this nation. Islam does not permit violent attacks by Muslims upon other Muslims. Islam emerged with a message of liberal values. If the Muslims of the whole world can unite – that unity will bring forth a tremendous outcome. Nothing else will be required, if the wealthy Islamic nations come forward in aid of the poor Islamic countries.

The Zaker Party Chairman said, “Zaker Party was not founded to clinch power in a devious means. We are no paper tiger. There are emerging signs which indicate imminent unrest in the Indian Subcontinent. The shadow of conspiracies is clouding over Bangladesh, as well. God willing, if the situation demands, Zaker Party’s leaders and workers will rush out to protect the sovereignty and independence of this land!”
In his speech as the president of the meeting, Zaker Party’s Senior Vice-Chairman Dr. Saim Amir Faisal said, There is politics in our country, but there are no principles. There is an economy, but it lacks guidelines and methods. If we want to bring a guiding methodology in both cases – we need the leadership of Zaker Party. Everything we do is transparent. He said, Following the latest Representation of the People Order declared by the Election Commission – Zaker Party has a 33.33 percent leadership of women in all of its organizational bodies.

Dr. Saim Amir Faisal said, 92% of people of this land are Muslim. If we want to establish order in all spheres of our public life, we will not be able to do so solely through laws and regulations; only by following the ideals of True Islam will we be able to achieve this.” He said, “There are radicals amidst both the right and the left; but to lead this nation toward progress and prosperity, we will need a progressive Islamic force. Zaker Party is that progressive force, ever upholding the liberal values of True Islam! কপিরাইট