শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ) থেকে।
ময়মনসিংহের গৌরীপুরে প্রায় ১৯ বছর পর আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের হাল ধরতে চান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের দুঃসময়ের এই ত্যাগী নেতা দলীয় কর্মসূচী বান্তবায়নে বিএনপি-জামাত সরকারের আমলে একাধিকবার মামলা, হামলা, পুলিশি নির্যাতন ও কারাভোগের শিকার হয়েছেন। পদ পেতে তিনি বর্তমানে আওয়ামীলীগের কেন্দ্রিয়, জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ নেতাদের সাথে লবিংয়ের পাশাপাশি স্থানীয়ভাবে গণসংযোগ করে যাচ্ছেন।
আবুল কালামের রাজনৈতিক হাতেখড়ি স্কুল জীবনে। গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৮১ সনে গৌরীপুর আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সনে গৌরীপুর সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত সাঈদ-মুন্নাফ পরিষদে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বতিতা করেন তিনি। আশির দশকে গৌরীপুর সরকারি কলেজ শাখা ও উপজেলা শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। নব্বই দশকে তিনি ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি। এরপর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রায় ১৯ বছর ধরে দলীয় কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয়ভাবে দলীয় কর্মকান্ড বাস্তবায়ন করতে গিয়ে আবুল কালাম এরশাদ ও জামাত-বিএনপি জোট সরকারের আমলে একাধিকবার হামলা-নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানীর শিকার হয়েছেন।
আবুল কালাম আজাদ এ উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা মরহুম নুরুল ইসলামের পুত্র। তাঁর পরিবারের সদস্যরা দলীয় কর্মকান্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করায় স্থানীয়ভাবে সকলের কাছে আওয়ামী পরিবার হিসেবে পরিচিত। আবুল কালামের ছোট ভাই মোঃ কামাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সাবেক সদস্য। তিনিও বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন।
রাজনীতির পাশাপাশি ছাত্রজীবনে আবুল কালাম আজাদ ছিলেন একজন কৃতি ফুটবল খেলোয়ার ছিলেন। বর্তমানে একজন তিনি একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবে জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গৌরীপুর ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ উপজেলার ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টায় ছাত্র ও যুব সমাজকে মাঠে ফেরাতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সকলের সহযোগিতায় গৌরীপুরে একটি শক্তিশালী ফুটবল টিম গঠন করতে সক্ষম হয়েছেন তিনি। এ ফুটবল টিম আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গৌরীপুরের সুনাম বয়ে এনেছে।
আবুল কালাম আজাদ রাজনীতি ও ক্রীড়াঙ্গনে সময় দেয়ার পাশাপাশি এলাকায় শিক্ষার প্রসারে ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।
আবুল কালাম আজাদ বলেন- দুঃসময়ের ত্যাগী নেতা এ সম্মেলনে মুল্যায়িত হবেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দের কাছে এটাই তাঁর প্রত্যাশা।