১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ব্যবসায়ী দুলুকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় সাবাস গ্রেফতার হলেও ইলিয়াস ধরা ছোঁয়ার বাইরে।
৬, সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৭ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার – ময়মনসিংহ বিভাগীয় নগরীর দিগারকান্দা নামাপাড়া এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলু ও মিলন কে গত ৩০ আগস্ট কুপিয়ে হত্যার চেষ্টা করে উমর ফারুক সাবাস ও ইলিয়াস গং।

জানা যায় গত ৩০ আগস্ট ২০২২ তারিখে সন্ধ্যা ৭.১৫ মিনিটে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের শান্তি নগর এলাকায় আল মানার এতিমখানা সংলগ্ন দিয়া মটরস নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলো দেলোয়ার হোসেন দুলু ও মিলন।

দুদক স্ত্রী শামীমা আক্তার জানায়
এ সময় সাবাস ও ইলিয়াস এর নেতৃত্বে ১২ থেকে ১৩ জন অস্ত্র সহ গাড়ি থেকে নেমে দুলু ও মিলন কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বীরদর্পে চলে যায় ।
পরবর্তীতে আশপাশের লোকজন দেলোয়ার হোসেন দুলু ও মিলন কে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
তারা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
এ ব্যাপারে দুলুর স্ত্রী শামীমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন
মামলা নং (১২৭) ৩১- ৮ ২০২২।
হামলার ঘটনায় উমর ফারুক সাবাস কে গত শনিবার রাতে গ্রেফতার করছে র‍্যাব। মামলার আসামী ইলিয়াস রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।

মামলার বাদী শামীম আক্তার অভিযোগ করেন মামলা দায়ের করায় সাবাস এর বাসা সিরাজ আলী সিরু ও ইলিয়াস তাদের কে খুন ও জখমের হুমকি দিচ্ছে।
যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আতংকে দিন কাটছে দুলু ও মিলন এর পরিবারের সদস্যদের।
এলাকাবাসী অনেকে অভিযোগ করেন সাবাস ও ইলিয়াস গং নামাপাড়া, মাসকান্দা ও শান্তিনগর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদা করে আসছে। তাদের কে চাঁদা না দিয়ে ঐ সকল এলাকায় কেউ বাড়ী করতে পারে।
এ ঘটনার অন্যতম হোতা ইলিয়াস মাসকান্দা ও নামপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।

জমি ক্রয় ও বিক্রয় করলে তাদের কে দিতে হয় চাঁদা।
গত রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে রাসেল নামে এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করছে।