১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ দুই জোড়া জমজ সন্তানকে উচ্চ শিক্ষার প্রত্যাশা বাবা দেলোয়ারের।
৮, সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর বগাপুতা গ্রামের দেলোয়ার হোসেন (৪০) এর ঘরে বউ হয়ে আসেন জেসমিন আক্তার (৩৫)। কৃষক স্বামীর অল্প আয়ে সংসার চলে জেসমিনের। বিয়ের ২ বছরের মাথায় কোল জুড়ে আসে একজোড়া জমজ পুত্র সন্তান, নাজমুল হোসেন (১৫) ও কামরুল হাসান (১৫) । তারা দেখতে হবুহু একই রকম ফুট ফুটে। স্বাভাবিকভাবেই পৃথিবীর আলো দেখেছিল সন্তান দুইটি। সন্তান দুইটিকে লালন পালন করতে হিমসিম খেতে হয়েছে বাবা মাকে। তার ৫ বছর পর আবারো একজোড়া জমজ কন্যা সন্তান জন্ম দেন জেসমিন। জমজ কন্যা সন্তানও দেখতে শুনতে আচার আচরন একই রকম। এই আশ্চর্য খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন দুইজোড়া জমজ সন্তানকে এক নজর দেখার জন্য ছুটে আসে এবং ভীড় জমায় বাড়ির আঙ্গিনায়। বর্তমানে হাসি ও খুশি জমজ দুই বোন সোহাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। জমজ সন্তানের মধ্যে নাজমুল হোসেন সোহাগী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষে এবং কামরুল হাসান সোহাগী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার এসএসসি পরীক্ষার্থী। এলাকার গণ্যমান্য মুরব্বী মোহাম্মদ আলী জমজ ভাই বোনের বিষয়ে বলেন, দেলোয়ারের দুইজোড়া জমজ ছেলে মেয়ে, তারা খুবই মেধাবী এবং দেখতে একই রকম। আমরাও তাদের দেখে আলাদা করতে পারি না। জমজ সন্তানে বাবা দেলোয়ার হোসেন জানান, অনেক কষ্টে সন্তানদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। সন্তানদের লালন পালন করতে গিয়ে চাষবাসের জমি বাগে (রেহান) দিতে হয়েছে। তবু তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো যেন দেশের জন্য কিছু করতে পারে।
এলাকাবাসীর দাবী তাদেরকে উপজেলা পরিষদের শিক্ষা খাত অথবা সরকারীভাবে যেন সহযোগিতা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সাথে কথা বলে তাদের উপবৃত্তির ব্যবস্থা করা হবে এছাড়া তাদের বাবা মা সরকারী কোন আয়বর্ধণমূলক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে আত্মকর্মসংস্থান করতে চাইলে সহযোগিতা করা হবে।