শামীম খান, গৌরীপুর (ময়মনসিংহ)
‘সুস্থ দেহ সুস্থ মন, জাগিয়ে তুলবো ক্রীড়াঙ্গন’ এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গৌরীপুরের আয়োজনে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।