১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় ছেলেদের চ্যাম্পিয়ন মধুপুর বহুমুখী এবং মেয়েদের চ্যাম্পিয়ন চরনিখলা উচ্চ বিদ্যালয়।।
১১, সেপ্টেম্বর, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় চরনিখলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ছেলেদের চ্যাম্পিয়ন হয়েছে মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। খেলায় মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার এ গৌরব অর্জন করেছে।

অপরদিকে মেয়েদের খেলায় চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি হাফিজা জেসমিন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন। খেলা শেষে ট্রফি বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমূখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মশিউর রহমান কাউসার।