চীফ রিপোর্টারঃ
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিনট পুলিশ(ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলো- মোঃ কাঞ্চন(৩০), তামজিদ খান হৃদয়(২৬), মোঃ মিলন(২৫), মোঃ শাহাদৎ হোসেন ওরফে রেজাউল(২৩), কবির হোসেন(৪০) ও মোঃ আঃ আলীম ওরফে হালিম(২৭)।
ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রওশানুল হক সৈকত ডিএমপি নিউজকে বলেন, ৮ নভেম্বর ২০১৯ সন্ধ্যা সাতটার দিকে ভূক্তভোগী অটো রিকসা চালক মোঃ মুনসুর আলী মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের ১ নম্বর রোডের নিকট পৌঁছালে কিছু লোক তার অটো রিকসাটি থামায় এবং টাকাদাবী করে। সে দাবীকৃত টাকা দিতে না পারলে তার অটো রিকসাটি আটক করে এবং বলে যে এই এলাকায় অটো রিকসা চালাতে গেলে প্রতিমাসে ১৫০০ টাকা দিতে হবে। নিরূপায় হয়ে হতদরিদ্র অটো রিকসা চালক মোহাম্মদপুর থানা পুলিশের দারস্থ হন এবং লিখিত অভিযোগ দেন।
তার অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ রওশানুল হক সৈকত এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ চন্দ্র সরকার বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে আটককৃত রিকসা ছাড়াও আরও ২টি অটো রিকসা, চাঁদা সংগ্রহের ৬ হাজার ৮০০ টাকা, ৩ টি মুঠোফোন ও আল্লাহর দান রিকসা শ্রমিক সমিতি লেখা চাঁদা আদায়ের বেশ কিছু স্টিকার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।