ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ১৫০ বোতল ফেন্সিডিল সহ মামুন আলী( ২৬) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। শনিবার(৯নভেম্বার) দিবাগত রাতে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের পিপলডাঙ্গী গ্রাম থেকে মাদক সহ তাকে আটক করে।
ধৃত মাদক ব্যবসায়ী রাণীশংকৈল উপজেলার শাহাবাদ এলাকার দরুদুল ইসলামের ছেলে মামুন আলী । ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মোঃ রফিকুল ইসলাম। ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই ) নবীউল জানান, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করেছে জেলা ডিবি পুলিশ । ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে খবর জানতে পারলাম জেলার রাণীশংকৈল উপজেলার পিপলডাঙ্গী গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫০ বোতল ফেন্সিডিলসহ মামুন আলী নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়্য বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি