১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৮, সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

নিলয় হাসান সুজনঃ
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।” সত্যিকার অর্থেও মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ; সৃষ্টির সেরা জীব। যার মধ্যে আছে বুদ্ধি, বিবেক, বিচার-বিবেচনা ও মানবতাবোধ। তবে এসব কিছু থাকা সত্ত্বেও মানুষ কখনো কখনো তার মনুষ্য পরিচয় ভুলে যায়। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্রের বিভেদ সৃষ্টি করে তারা রচনা করে নতুন নতুন কিছু পরিচয়। এরপর নিজ নিজ জাত, ধর্ম, বর্ণ ও গোত্রকে সমুন্নত রাখতে, নিজেদের পরিচয়কে সর্বোচ্চ আসনে অধিষ্টিত করতে শুরু হয় দ্বন্দ্ব। জন্ম নেয় অন্যদের প্রতি হিংসা, বিদ্বেষ ও ঘৃণা। আর এর থেকে সৃষ্টি হয় সাম্প্রদায়িকতা। যার ফলে সহিংসতা ও যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আর এর থেকে মানুষকে সুপথে ফেরাতে পারে কেবলমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি।
তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা দিন ঈশ্বরগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার জনাবা হাফিজা জেসমিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহমুদ হাসান সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বর্গঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা আব্দুস সাত্তার কমান্ডার। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি,উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাফির উদ্দিন আহমেদ,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী । বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ছাত্র ছাত্রীরা র‍্যালীতে অংশ নেয়।