৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহ সদরের ২নং কুষ্ঠিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত।
১১, নভেম্বর, ২০১৯, ১১:৪১ অপরাহ্ণ -

আরিফ রব্বানী   :

ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুষ্ঠিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক সরকার,সাধারন সম্পাদক শামীম মাসুূদ মাষ্টার,সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের সকল নেতাকর্মীদের যৌথ আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষীকি ব্যাপক ঝাক-জমক ও উৎসব মোখর পরিবেশে উদযাপনের লক্ষে একটি বিশাল আনন্দ মিছিল ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। সেই সাথে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষীকির কেক কেটে দিবসটি উদযাপন করেন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আনসার আলী। তিনি তার বক্তব্যে-জাতির জনক বঙ্গবন্ধুর সহপরিবার শেখ ফজুলল হক মনির ও জাতীয় চার নেতার খুনিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার জন্য জোর দাবী জানান।

সেই সাথে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুষ্টিয়া ইউনিয়ন শাখা অন্যায় অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি যুবলীগ ও প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বাবুল সরকার,সাংগঠনিক সম্পাদক এফ আই মানিক,আলমগীর মনসুর মেমোরিয়াল মিন্টু কলেজের সাবেক ভিপি আলহাজ্ব কামরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা,উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।