১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
১৮, সেপ্টেম্বর, ২০২২, ১০:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে আগষ্ট /২০২২ মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ১৮ সেপ্টেম্বর সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে মহানগর এলাকায় মাদক,ছিনতাই, চাঁদাবাজির বিষয়ে “জিরো টলারেন্স” নীতিতে কাজ করার আহবান জানান ।সেই সাথে মাদকের উৎস খুঁজে বের করার নির্দেশনা প্রদান করেন। কিশোর গ্যাং কালচারকে নির্মূল করাসহ প্রতিটি বিটে বিট পুলিশিং জোরদার করার জন্য বিট অফিসারদের নিয়মিত মিটিং করার নির্দেশ দিয়েছেন তিনি। গাজীপুর মহানগরকে নিরাপদ রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়গন, বিশেষ পুলিশ সুপার (সিআইডি), পুলিশ সুপার (পিবিআই), জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।