নিলয় হাসান সুজনঃ
ময়মনসিংহ জেলা দিন ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ। কালের আবর্তে নদীর পাড় ভেঙে ও পলি জমে ভরাট হয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদে খনন কাজ করার জন্য ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মাধ্যমে নদী খনন কাজের সিদ্ধান্ত নেয় পানি উন্নয়ন বোর্ড। তারই ধারাবাহিকতায় নদী খননের ফলে নদীর এক পাশের বসবাসরত মানুষদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া আশঙ্কায় দিন কাটছে ঐ এলাকার লোকজনের ।
এই এলাকার সাধারণ মানুষের ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে অনেক আগেই। তাই বসতভিটা রক্ষার্থে,খনন কাজ ও বালু উত্তোলন বন্ধে ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে নদী পারে মানববন্ধন করেছে এলাকার সাত শতাধিক পরিবার ।
জানা যায় মূল নদীর বাহিরে নদী খনন ও বালু উত্তোলনের জন্য বসানো হয়েছে বালু উত্তোলনের শক্তিশালী ড্রেজার মেশিন। যে মেশিন চালু হলে নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে মরিচারচর দপ্তর পাড়া সহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৭০০ শতাধিক পরিবার। তাই সেই ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ ও বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী এবং বিষয়টি নিয়ে এর আগে রবিবার এলাকাবাসীর গণস্বাক্ষরে মাধ্যমে খননকাজ বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন
করেন স্থানীয়রা।
খনন কাজ ও বালু উত্তোলন বন্দের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মানববন্ধনের মাধ্যমে জোর দাবি জানান এলাকাবাসী।