৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন নানা হচ্ছেন ডিপজল
১২, নভেম্বর, ২০১৯, ১২:১৯ অপরাহ্ণ -

বিনোদন তথ্য প্রতিদিন

নানা হতে চলেছেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অর্থাৎ ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার মা হতে চলেছেন। রোববার (১০ নভেম্বর) দুপুরে সুখবরটি জানিয়েছেন ডিপজল কন্যা ওলিজা মনোয়ার। তিনি তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান, মা হতে যাচ্ছেন তিনি। ওলিজা গর্ভবর্তী অবস্থায় তার স্বামীর সঙ্গে তিনটি ছবিও পোস্ট করেছেন। ক্যাপশনে ওলিজা লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্‌’। ওলিজার দেয়া ওই পোস্টে তার ফেসবুক বন্ধু ও অনুসারীরা শুভেচ্ছা জানান। অনাগত সন্তান ও মা ওলিজাকে দোয়া জানান। এদিকে, নানা হওয়ার খবরে ভীষণ খুশি দাপুটে অভিনেতা ডিপজল। তার মেয়ের জামাতার নাম অর্পণ। তিনি পেশায় একজন ব্যবসায়ী। পারিবারিকভাবে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ওলিজা লন্ডনে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ফিল্ম অ্যান্ড মিডিয়া ও মেকআপ নিয়েও পড়াশোনা করেছেন ডিপজলকন্যা। ‘ওলিজা মনোয়ার লন্ডন মেকওভার স্টুডিও’ নামে ঢাকায় তার একটি প্রতিষ্ঠান রয়েছে।