এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কানাইঘাট উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে কানাইঘাট উপজেলাবাসীকে সুন্দর একটি কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা আহমদ হোসেন সহ জেলা আওয়ামীলীগের সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার “আমরা মুক্তিযোদ্ধা সন্তান” কানাইঘাট উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার রাতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের পর স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক বৈঠকে তারা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে প্রতিটি ইউপি’র কাউন্সিলর সহ আওয়ামীলীগ পরিবারের সকল নেতাকর্মীকে ধন্যবাদ যানায় সংঘটনটি। এবং নব-নির্বাচিত কমিটির সভাপতি জনাব লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ সিরাজুল ইসলামকেও অভিনন্দন জানান তারা। এবং আরো বলেন কানাইঘাটের অবহেলিত ও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবারের সকল প্রকার অধিকার আদায় করার একটি রাস্তা হয়েছে এই কমিটির মাধ্যমে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাদের নিজ নিজ অবস্থান থেকেই কাজ করে যাবেন বলে প্রতিজ্ঞা করেন। এবং এই উপজেলা কমিটি পূর্ণাঙ্গরূপে গঠন করতে যেন কোন প্রকার স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী কোন ব্যক্তি এই কমিটিতে স্থান না পায় সে ব্যাপারে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানান, “আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠন” কানাইঘাট উপজেলা কমিটির নেতৃবৃন্দ।