১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা গাজীপুর মহানগর পুলিশ কর্তৃক ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্র এবং মাদকসহ গ্রেফতার ২৬।
২৬, সেপ্টেম্বর, ২০২২, ৬:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

 

= গত ২৫/০৯/২০২২ ইং গাছা থানার এসআই (নিঃ) মো. শরিফুল আলম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাছা থানাধীন ছয়দানা মালেকের বাড়ী সাকিনস্থ মালেকের বাড়ী বাসস্ট্যান্ড এর হানিফ মার্কেট এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হইয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে আসামি ১. মো. ইউনুস আলী (৩২), ২. মো. বাবু (২৩), ৩. মো. শাহিন মন্ডল (৩০), ৪. মো. আলমগীর হোসেন জীবন (১৯), ৫. মো. সুজন মিয়া (২৫), ৬. মো. মজনু মিয়া (২২), দেরকে ডাকাতির প্রস্তুতিকালে আসামিদের নিকট হইতে (ক) ০১টি সুইচ গিয়ার, (খ) ০২ টি প্লাস্টিকের হাতলযুক্ত চাকু (গ) ০২ টি লোহার পাইপ (ঘ) ০১ টি লোহার তৈরি কাটার উদ্ধারসহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের ঘটনার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, চুরি ও ছিনাতাইকৃত মালামাল আসামি ৭. মো. খাইরুল ইসলাম (২৮), ৮. আবু সাইদ ইসলাম সাগর (২০)দ্বয়ের নিকট বিক্রয় করে।
পরবর্তীতে এমন তথ্যের ভিত্তিতে গাছা থানাধীন ডেগেরচালা সাকিনস্থ ফাইন সোয়েটার এর উত্তর পাশে জনৈক আলমগীর হোসেন এর বাসার নীচতলায় ০৮ নং আসামি আবু সাইদ ইসলাম সাগর এর ভাড়াকরা রুমের ভিতর অভিযান পরিচালনা করে ৭. মো. খাইরুল ইসলাম (২৮), ৮. আবু সাইদ ইসলাম সাগর (২০)দের (ক) বিভিন্ন ব্রান্ডের ৩২ (বত্রিশ) টি মোবাইল ফোন (খ) ১০ (দশ) টি খালি মানিব্যাগ (গ) ০৩ টি জাতীয় পরিচয় পত্র (ঘ) ০১ টি পাসপোর্ট (ঙ) ০১ টি এক্সিম ব্যাংকের চেক বহি (চ) ০১ টি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১৫ গ্রাম হেরোইন, ১৩৮০ পিস ইয়াবা,৫০০ গ্রাম গাঁজাসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়।

প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশ কমিশনার মহোদয়ের নিদের্শনা অনুযায়ী মাদক বিরোধী অভিযান ও অন্যান্য অভিযান অব্যহত থাকবে।