১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, খুলনা বেনাপোলে গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ী আটক।।
২৯, সেপ্টেম্বর, ২০২২, ১:২২ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর):

যশোরের বেনাপোলে ৬ কেজি ভারতীয় গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাতীপাড়া গ্রামের রবিউল ফকির এর ছেলে মো. বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের রহিমের ছেলে মো. রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মো. মিলন হোসেন (২১)।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।