১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা ডলারের মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং মানি লন্ডারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিএফআইইউ এবং সিআইডি’র মধ্যে দ্বিপাক্ষিক মত বিনিময় সভা।
২৯, সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- রাজধানীর মালিবাগে সিআইডি’র কনফারেন্স রুমে গতকাল ২৮ সেপ্টেম্বর ১৫.৫০ ঘটিকায় সিআইডি প্রধান অ্যাডিশনাল আইজিপি মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএম, এর সভাপতিত্বে বর্তমান সময়ে ডলারের মূল্যের যে উর্ধ্বগতি তা নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং মানি লন্ডারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সিআইডি’র মধ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অবৈধভাবে বিদেশ থেকে রেমিটেন্স প্রেরণ, দেশ থেকে হুন্ডি বা অবৈধ উপায়ে অর্থ পাঁচার রোধ এবং মানিলন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিভিন্ন ধরনের তথ্য দ্রুত আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়। এছাড়াও অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান ও অবৈধ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর বিরুদ্ধে অভিযান চলমান রাখা এবং জাতীয় স্বার্থে যে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

উক্ত সভায় মাসুদ বিশ্বাস, হেড অব বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), মাসুদ রানা, অ্যাডিশনাল ডিরেক্টর, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সিআইডি প্রধানসহ সিআইডি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।