১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ আন্তর্জাতিক ইউক্রেনে রুশ পরমাণু হামলার শঙ্কা নেই: যুক্তরাষ্ট্র।।
২, অক্টোবর, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

আন্তর্জাতিক তথ্য প্রতিদিন : যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, পুতিন ইউক্রেন আক্রমণের দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সিদ্ধান্ত পুতিন নিয়েছেন বলে বিশ্বাস করি না। রাশিয়া ও রুশদের রক্ষার জন্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে সম্প্রতি হুমকি দিয়েছেন ভøাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, তার কথা ধাপ্পাবাজি নয়। এদিকে চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত। ইউক্রেনে হামলা শুরুর পর বারবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করে আসছে ওয়াশিংটন। পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি বিপর্যয়কর হবে বলেও মস্কোকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র : সিএনএন।