আন্তর্জাতিক তথ্য প্রতিদিন : ভারতের একটি কম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে জ¦ালানি তেলের ব্যবসা থাকার অভিযোগে মুম্বাইভিত্তিক টিবালাজি পেট্রোকেম প্রাইভেট লিমিটেডের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইকোনমিক টাইমস জানিয়েছে, এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, হংকং ও চীনভিত্তিক কম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই-ই প্রথম ভারতীয় কোনো কম্পানির বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, ভারতীয় কম্পানিটি ‘চীনে অব্যাহত চালান পাঠানোর’ অংশ হিসেবে লাখ লাখ ডলার মূল্যের জ¦ালানি তেল কিনেছে। ইরানের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা মেনে আসছে নয়াদিল্লি। ভারতের কম্পানিগুলো ইরান থেকে জ¦ালানি তেল কেনা বিরত রেখেছে। তবে টিবালাজি কম্পানি সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। সূত্র : ইকোনমিক টাইমস।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল