স্টাফ রিপোর্টারঃ
মৌখিক অভিযোগের ভিত্তিতে ২৪ ঘন্টা পার না হতেই অভিযান চালিয়ে চুরি হয়ে যাওয়া মোবাইল সহ ১ আসামীকে গ্রেফতার করে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ২নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ - মোঃ মাহবুবুর রহমান।
গত ০৩/১০/২০২২ ইং তারিখ জানিয়া জাহান (২৪) নামে এক কলেজ ছাএী বাসায় ফেরার পথে কে সি রায় রোড এলাকা পৌঁছালে সাথে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে oppo - A31 মোবাইল ফোন চুরি হয়ে যায়, চুরির ঘটনাটি টের পেয়ে তাৎক্ষণিক ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব রহমান এর কাছে মৌখিক অভিযোগ জানালে, চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারে নগরীর বিভিন্ন স্পটে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে, হামিদ উদ্দিন রোড আনন্দমোহন কলেজ কোয়ার্টার থেকে চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি - অপু চন্দ্র দে, পিতা - গোপাল চন্দ্র দে, সাং - হামিদ উদ্দিন রোড আনন্দমোহন কলেজ কোয়াটার, থানা - কোতোয়ালী, জেলা - ময়মনসিংহ গ্রেফতার করে চুরি করা মোবাইল ফোনটি উদ্ধার করে গ্রেফতারকৃত আসামি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সময় চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি তাৎক্ষণিক উদ্ধার করায়, ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ - মোঃ মাহবুবুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা সহ ময়মনসিংহ জেলা পুলিশের সাফল্য কামনা করেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল