শেখ রাজীব হাসান, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকায় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে চলমান সরকারি ভূমি উদ্ধারের অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাবে নির্মাণ করা একাধিক প্রতিষ্ঠান ও বাসাবাড়ী উচ্ছেদ করা হয়েছে। এক শ্রেণির ভূমিদস্যুরা দীর্ঘদিন যাবত দখল করে রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করে আসছিল। গতকাল সোমবার ঢাকা মহানগর রেলওয়ের সহকারী ভূমি স্টেট কর্মকর্তা মো: অহিদুন্নবীর নেতৃত্বে টঙ্গীর রেলওয়ে স্টেশন রোডে সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়। উচ্ছেদ অভিযানে প্রশাসনের দপ্তর থেকে অংশগ্রহণ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো: হারুন অর রশিদ, এডিশনাল চীফ রেলওয়ে মো: সেলিম রউফ, রেলওয়ে ভূমি কানুনগো ইকবাল মাহমুদ প্রমুখ। এ সময় অহিদুন্নবী সকালের সময়কে জানায়, রেলওয়ে ভূমি উদ্ধার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আজ টঙ্গীতে প্রায় এক একর সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে করে প্রায় ৮১টি সেমিপাকা নির্মাণাধীন ভবন উচ্ছেদ করা হয়েছে। কোন অবৈধ দখলদার সরকারী সম্পত্তি ভোগ করার সুযোগ নাই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল আমাদের এ উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেছেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেছে। অপরদিকে এ উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়ে রেলওয়ে একজন কর্মচারী আমাদেরকে জানান, এই এলাকার মধ্যে এখনও কিছু ডেমেজ রেলওয়ে কোয়াটার রয়েছে যেগুলো রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা স্থানীয় নেতাদের আতাতে ভাড়া দিয়ে ভোগ করছে। আমি আশাবাদী ছিলাম আজকের অভিযানে এই বিষয়টি নজরে আসবে কিন্তু কেন আসলো না এ নিয়ে নাম না প্রকাশে ইচ্ছুক এই ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে মো: অহিদুন্নবীর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।