২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ তিন জন গ্রেফতার ।
১২, নভেম্বর, ২০১৯, ৭:২৯ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিন জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মজিবুর রহমান মৃধা (৪৮), মোঃ মহসীন হোসেন মৃধা (২৬) ও মোছাঃ মমতাজ বেগম (৪২)।

ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহরম আলী ডিএমপি নিউজকে বলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার হতে ঢাকা আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে বিমান বন্দর জোনাল টিমের একটি দল ১১ নভেম্বর ২০১৯ রাত সাড়ে নয়টায় পশ্চিম নাখালপাড়া এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে দশটায় কাক্সিক্ষত প্রাইভেটকারটি আসলে ডিবি পুলিশের পিকআপ দিয়ে রাস্তায় ব্যারিকেড দিলে তারা গাড়ি থামিয়ে মজিবুর ও মহসীন পালানোর চেষ্টাকালে এবং মমতাজকে গাড়িতে বসা অবস্থায় গ্রেফতার করে। এ সময় মজিবুরের দেহের বিভিন্ন অংশে কালো কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা এবং মহসীনের দেহ তল্লাশী করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে গাড়িতে থাকা মমতাজের নিকট থাকা ভ্যানিটি ব্যাগ হতে ২ হাজার পিস ইয়াবা এবং তাদের দেওয়া তথ্য মতে প্রাইভেটকারের ড্রাইভিং সিটের বাম পাশের দরজার সুইচ বক্সের ভিতর হতে আরও ২ হাজার পিস উদ্ধার করা হয়। মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

এই ঘটনায় আরো কয়েকজন পলাতক রয়েছে উল্লেখ করে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাসুদুল ইসলাম বলেন, পলাতকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।