১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযান || ৪ দপ্তরে পত্র পেরণ
১১, অক্টোবর, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার- দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৪টি অভিযোগের বিষয়ে (১টি অভিযান, ৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নীলফামারী জেলার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে টিকেট কালোবাজারী এবং অবৈধভাবে রেলের জমি ভাড়া দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ ১০.১০.২০২২ খ্রি. তারিখে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর উপসহকারী পরিচালক একে, এম নূরে আলম সিদ্দিকী এর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে যাত্রী সেজে টিকিট কালোবাজারিদের নিকট হতে ০২ টি টিকিট উদ্ধার করে এবং একজন দালাল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্টেশন মাস্টারের নিকট হস্তান্তর করে টিম । অভিযান কালে টিকিট কালোবাজারিতে বুকিং সহকারী, স্টেশন মাস্টার ও দালাল চক্রের পরস্পর যোগসাজোশে হয় বলে টিমের নিকট প্রতীয়মান হয়। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম বিভাগীয় তত্ত্বাবধায়ক এর সাথে সাক্ষাৎ করে ঘটনার বিষয়ে অবহিত করে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।