১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ময়মনসিংহে ও.এম.এস কার্যক্রমে পুকুর চুরি || খাদ্য কর্মকর্তা অসহায়।
১৩, অক্টোবর, ২০২২, ১১:৪০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টোার

= ময়মনসিংহে ওএমএস চাউল বিক্রিয়ে পুকুর চুরির অভিযোগ উঠেছে।
জানা যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় নিয়ম অনুযায়ী ১৭ জন ডিলার নিয়োগ দেওয়ার কথা। তা না করে অনিয়মের মাধ্যমে ৫১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিজন ডিলারকে সরকারি ছুটির দিন বাদে দুই টন চাউল ও দুই টন আটা বরাদ্দ দেওয়া হয়। তারা সরকারি মুল্য অনুযায়ী জনপ্রতি ৫ কেজি চাউল ও ৫ কেজি আটা বিক্রয় করবে।
খোঁজ নিয়ে জানা যায় নগরীর নওমহল, পাটগুদাম, বাকৃবি, পুলিশ লাইন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে অনেক সময় চাউল – আটা বিক্রয় না করে বরাদ্দ কৃত চাউল – আটা কালোবাজারে বিক্রয় করে দিচ্ছে।
খাদ্য বিভাগের কর্মকর্তারা ডিলারদের এ অনিয়মের প্রতিবাদ করলে তাদেরকে নানা ভাবে হুমকি ধামকী দিয়ে থাকেন।

এছাড়াও ট্রাক সেল কার্ষক্রমে চলছে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি।