সেলিম মিয়াঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্টোবর ২০১৯ মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) এর সভাপতিত্বে ১২ নভেম্বর, ২০১৯ মঙ্গলবার সকাল ১০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠদের পুরুষ্কৃত করেন ডিএমপি কমিশনার।
অক্টোবর মাসে ডিএমপির আট ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ খায়রুল আমিন। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান পিপিএম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুঃ মোরাদুল ইসলাম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোহাম্মদ এমরানুল ইসলাম।
ক্রাইম বিভাগের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন যৌথভাবে মোহাম্মদপুর থানার এসআই/মোঃ তারেক জাহান খান, ও কোতয়ালী থানার সদরঘাট পুলিশ ফাঁড়ীর এসআই/এসএম এনামুল হক। আর শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন খিলগাঁও থানার এএসআই/ মোঃ মিজানুর রহমান ও পল্লবী থানার এএসআই/এমএ রিয়াজ।
অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন উত্তরা-পশ্চিম থানা অফিসার ইনচার্জ তপন চন্দ্র সাহা পিপিএম-বার ও মোহাম্মদপুর থানার এসআই/মোঃ তারেক জাহান খান। শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার হলেন বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ গুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-উত্তর বিভাগ।গোয়েন্দার শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহরম আলী, চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম নির্বাচিত হয়েছে গোয়েন্দা পশ্চিম বিভাগের গাড়ী চুরি উদ্ধার ও প্রতিরোধ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মেদ পাটওয়ারী। আর মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম নির্বাচিত হয়েছে ডিবি উত্তরের বিমানবন্দর জোনাল টিমের লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহরম আলী।
ট্রাফিকের চার বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্র্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার নির্বাচিত হয়েছে রামপুরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মফিজুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর- কোতয়ালী ট্রাফিক জোনের ইন্সপেক্টর মোঃ ইসমাইল করিম, শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছে যৌথভাবে রমনা ট্রাফিক জোনের সার্জেন্ট/ সাহানা আক্তার ও ট্রাফিক-পূর্ব বিভাগের মিডিয়া শাখার সার্জেন্ট/মোঃ তানভীর হাসান।
বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন যারা- ডাকাত দল গ্রেফতারে মোঃ কায়সার রিজভী কোরায়েশী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ ও মোঃ জুনায়েদ আলম সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, অপহৃত ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতারে মোঃ শাহাদত হোসেন সুমা বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (পূর্ব) বিভাগ ও মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, নিউমার্কেট জোন, রমনা বিভাগ, প্রতারক গ্রেফতারে এসএম শামীম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পল্লবী জোন, মিরপুর বিভাগ। আনসার আল ইসলামের ৫ জন সদস্য গ্রেফতারে আতিকুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, নব্য জেএমবির ৫ জন সদস্য গ্রেফতারে অহিদুজ্জামান নুর বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, হরকাতুল জিহাদ এর ৩ জন সদস্য গ্রেফতারে মোঃ তৌহিদুল ইসলাম বিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, ব্ল্যাকমেইলকারী ভূয়া পাইলট গ্রেফতারে ধ্রুব জ্যোতির্ময় গোপ, সহকারী পুলিশ কমিশনার, সোস্যাল মিডিয়া মনিটরিং টিম এর টিম লিডার, সাইবার সিকিউরিটি এন্ড বিভাগ, ডাকাতি মামলার আসামী গ্রেফতারে মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, ডেমরা জোন, ওয়ারী বিভাগ, ৬ জন ডাকাত গ্রেফতারে মোঃ নাজমুল হক, সহকারী পুলিশ কমিশনার, অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, ফেসবুক আইডি হ্যাককারী ০২জন গ্রেফতারে আশরাফউল্লাহ, সহকারী পুলিশ কমিশনার, শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম, সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নকারী গ্রেফতারে সাইদ নাসিরুল্লাহ, সহকারী পুলিশ কমিশনার, ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।
এছাড়াও শিশু নির্যাতনকারী গ্রেফতারে মোঃ মোস্তাজিরুর রহমান, অফিসার ইনচার্জ, খিলক্ষেত থানা, গুলশান বিভাগ, ৯জন ডাকাত গ্রেফতারে মুঃ মোরাদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), শাহজাহানপুর থানা, মতিঝিল বিভাগ, গণধর্ষণ মামলার আসামী গ্রেফতারে, মোঃ আশফাক রাজীব হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত), ধানমন্ডি থানা, রমনা বিভাগ, হত্যা মামলার আসামী গ্রেফতারে কাজী শরীফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশনস), হাজারীবাগ থানা, রমনা বিভাগ, স্বর্ণ চুরি মামলার আসামী গ্রেফতারে মীর রেজাউল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), বংশাল থানা, লালবাগ বিভাগ, গণধর্ষণ মামলার আসামী গ্রেফতারে, মোহাম্মদ মোস্তফা আনোয়ার, পুলিশ পরিদর্শক (তদন্ত), কামরাঙ্গীরচর থানা, লালবাগ বিভাগ, ৪জন ছিনতাইকারী গ্রেফতারে মাহাবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্), শাহবাগ থানা, রমনা বিভাগ, মোটর সাইকেল ছিনতাইকারী গ্রেফতারে মোঃ মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত), শাহআলী থানা, মিরপুর বিভাগ, অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক কর্তৃক রিক্সা যাত্রী নিহতের ঘটনায় প্রাইভেটকার চালক গেফতারে স.ম কাইয়ুম, পুলিশ পরিদর্শক (তদন্ত), গুলশান থানা, গুলশান বিভাগ, চোরাই যাওয়া প্রাইভেটকার উদ্ধার ও আসামী গেফতারে মোঃ আমিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), গাড়ীচুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম, গোয়েন্দা দক্ষিণ বিভাগ।
হত্যা মামলার আসামী গ্রেফতারে মোঃ জিয়াউর রহমান, এসআই(নিঃ), ধানমন্ডি থানা, রমনা বিভাগ, ধর্ষণ মামলার আসামী গ্রেফতারে, মোঃ মনজুর হোসেন, এসআই(নিঃ), শাহবাগ থানা, রমনা বিভাগ, মোটর সাইকেল চোর গ্রেফতারে মোঃ আসলাম আলী, এসআই(নিঃ), শাহবাগ থানা, রমনা বিভাগ, ডাকাত গ্রেফতারে অমল কৃষ্ণ দে, এসআই(নিঃ), শাহবাগ থানা, রমনা বিভাগ, অপহৃত ভিকটিম উদ্ধারে তৌকির আহম্মেদ, এসআই(নিঃ), ধানমন্ডি থানা, রমনা বিভাগ, ডাকাত গ্রেফতারে রিপন কুমার বিশ্বাস, এসআই(নিঃ), শাহবাগ থানা, রমনা বিভাগ, ছিনতাইকারী গ্রেফতারে এস এম এনামুল হক, এসআই(নিঃ), সদরঘাট পুলিশ ফাঁড়ী, কোতয়ালী থানা, লালবাগ বিভাগ, ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতারে মাহামুদুল হাসান, এসআই(নিঃ), কামরাঙ্গীরচর থানা, লালবাগ বিভাগ, অপহরণকারী গ্রেফতারে মোঃ মামুন হোসেন, এসআই(নিঃ), লালবাগ থানা, লালবাগ বিভাগ, হত্যা মামলার আসামী গ্রেফতারে মোঃ মোস্তাকিম পাটওয়ারী, এসআই(নিঃ), কদমতলী থানা, ওয়ারী বিভাগ, হত্যা মামলার আসামী গ্রেফতারে মুহাম্মদ শহীদ উল্লাহ মামুন, এসআই(নিঃ), কদমতলী থানা, ওয়ারী বিভাগ, প্রতারক গ্রেফতারে মোঃ ইকবাল হোসেন, এসআই(নিঃ), কদমতলী থানা, ওয়ারী বিভাগ, হত্যা মামলার আসামী গ্রেফতারে মোঃ আঃ কুদ্দুস, এসআই (নিঃ), ডেমরা পুলিশ ফাঁড়ী, ডেমরা থানা, ওয়ারী বিভাগ, চোর গ্রেফতারে সুধাংশু সরকার, এসআই(নিঃ), শেরেবাংলানগর থানা, তেজগাঁও বিভাগ, ভূয়া ডিবি গ্রেফতারে মোঃ জাফরান আলী, এসআই(নিঃ), কাফরুল থানা, মিরপুর বিভাগ, ভিকটিম উদ্ধারে মোঃ খোকন মিয়া, এসআই(নিঃ), মিরপুর মডেল থানা, মিরপুর বিভাগ, চোড়াইগাড়ী উদ্ধারে এসএম আল মামুন, এসআই(নিঃ), কাফরুল থানা, মিরপুর বিভাগ ও মোঃ রুহুল আমিন, এসআই(নিঃ), কাফরুল থানা, মিরপুর বিভাগ, হত্যা মামলার আসামী, গ্রেফতারে মোঃ তাজুল ইসলাম, এসআই(নিঃ), শাহআলী থানা, মিরপুর বিভাগ, ভিকটিম উদ্ধারে মোঃ পাভেল মিয়া, এসআই(নিঃ), কোতয়ালী থানা, লালবাগ বিভাগ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতারে লালবাগ বিভাগের কামরাঙ্গীচর থানার এসআই(নিঃ) মোঃ ফজলুল করিম।
ভিকটিম উদ্ধারে প্রদ্যুৎ কুমার প্রামানিক, এসআই(নিঃ), তেজগাঁও থানা, তেজগাঁও বিভাগ, ভুয়া ডিবি গ্রেফতারে মোঃ তৌকির আহম্মেদ তালুকদার, এসআই(নিঃ), খিলক্ষেত থানা, গুলশান বিভাগ, ধর্ষণ মামলার আসামী গ্রেফতারে রেজাউল আলম, এসআই(নিঃ), গুলশান থানা, গুলশান বিভাগ, চোরাইগাড়ী উদ্ধারে মোঃ আমান উল্লাহ, এসআই(নিঃ), ক্যান্টনমেন্ট থানা, গুলশান বিভাগ, ডাকাত গ্রেফতারে মোহাম্মদ মনির হোসেন, এসআই(নিঃ), গুলশান থানা, গুলশান বিভাগ, চোরাই মালামাল উদ্ধারসহ আসামী গ্রেফতারে সাহাবুদ্দিন মুন্সি, এসআই(নিঃ), ভাটারা থানা, গুলশান বিভাগ ও তানজির আহমেদ, এসআই(নিঃ), ক্যান্টনমেন্ট থানা, গুলশান বিভাগ, চোরাই গাড়ী উদ্ধারে মোঃ আব্দুল কাদের, এসআই(নিঃ), বনানী থানা, গুলশান বিভাগ, হারানো মোবাইল উদ্ধারে মোঃ আঃ কাদির, এসআই(নিঃ), গুলশান থানা, গুলশান বিভাগ ও অপহরণ মামলার আসামী গ্রেফতারে উইমেন সাপোর্ট এন্ড ইনভেষ্টিগেশন বিভাগের নারী এসআই (নিঃ) আঙ্গুরা আক্তার সীমা।
ভিকটিম উদ্ধারসহ ধর্ষণের চেষ্টাকারী গ্রেফতারে মোঃ সাফায়েত উদ্দিন, সার্জেন্ট, ওয়ারী ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, অভিযান পরিচালনা করে ৩৪ গাড়ী আটক করায় মোঃ মাহাফুজুর রহমান , সার্জেন্ট , প্রসিকিউশন শাখা, ট্রাফিক পূর্ব বিভাগ, ছিনতাইকারী গ্রেফতারে মোঃ সোহেল রানা, সার্জেন্ট, শিল্পাঞ্চল ট্রাফিক জোন, ট্রাফিক উত্তর বিভাগ, ও মোঃ তানভীর ইসলাম, শিক্ষানবিশ সার্জেন্ট, ওয়ারী ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, মাদক ব্যবসায়ী গ্রেফতারে মোঃ ইবনে সাঈদ, শিক্ষানবিশ সার্জেন্ট, মহাখালী ট্রাফিক জোন, ট্রাফিক উত্তর বিভাগ, ছিনতাইকারী গ্রেফতারে অলিক চন্দ্র মাহাতো, শিক্ষানবিশ সার্জেন্ট, উত্তরা ট্রাফিক জোন, ট্রাফিক উত্তর বিভাগ , মোহাম্মদ আল আমিন, শিক্ষানবিশ সার্জেন্ট, সবুজবাগ ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ।
মোঃ জহির আব্দুল্লাহ, এএসআই(নিঃ), মতিঝিল ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, মোঃ মহসিন কবির, এএসআই(নিঃ), পল্লবী ট্রাফিক জোন, ট্রাফিক পশ্চিম বিভাগ, প্রতারক গ্রেফতারে মোঃ আঃ মান্নান, এটিএসআই, সবুজবাগ ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ ও ছিনতাইকারী গ্রেফতারে উত্তরা ট্রাফিক জোনের কনস্টেবল মোঃ মোস্তাফিজুর রহমান।
ডিএমপি নিউজ