৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিশেষ সংবাদ, ময়মনসিংহ মসিক পরিচালিত ময়মনসিংহ শ্মশানের কর্মচারী-ড্রাইভারেদর চাকুরী ১৬ বছরেও স্থায়ী হয়নি।।
২১, অক্টোবর, ২০২২, ৩:১৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল তথ্য প্রতিদিন

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অধীনস্থ একমাত্র মহাশ্মশানটি বলাশপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত।

 


শতাধিক বছরের ঐতিহ্যবাহী মহাশ্মশানটি আজো অনুন্নতই রয়ে গেছে।
মহাশ্মশান এর কর্মচারী নিতাই ডোম সহ অন্যান্য কর্মচারীদের চাকুরী এখনো স্থায়ী হয়নি। সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত লাশ বহনকারী গাড়ির ড্রাইভার অমলের চাকরীও ১৫ বছরে স্থায়ী হয়নি।

 

ডোম সহ এসকল কর্মচারী বিলুপ্ত পৌরসভা থাকাকালীন সময় থেকেই কাজ করছে।
তার পূজাতেও বোনাস পায়নি।
করোনাকালীন সময়ে পিতা যখন সন্তানের লাশ ফেলে চলে গেছে তখনও মহাশ্মশানের কর্মচারীরা দাহ করার কাজটি চালিয়ে গেছে।
সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারী হিসেবে প্রাপ্ত ভাতা ও লাশ দাহকারী পরিবার হতে প্রাপ্ত সামান্য অর্থ দিয়ে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পরছে। সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ মনে করেন, মহাশ্মশান এর সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের চাকুরী স্থায়ী করে তাদের স্বাভাবিক জীবন সমুন্নত রাখা হোক।

,তথ্য সংগ্রহ তথ্য প্রতিদিন

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!