১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, খুলনা বেনাপোল সীমান্তে ৯ রাউন্ড গুলিসহ আটক ১
২১, অক্টোবর, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): যশোরের বেনাপোল থেকে ৯ রাউন্ড গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আজ শুক্রবার সকালে সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে আটক করা হয়।

আটক সাইদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে। তার বিরুদ্ধে বেনাপোল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।