১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা ঢাকা রেঞ্জ ডিআইজি হলেন সৈয়দ নুরুল ইসলাম
২৪, অক্টোবর, ২০২২, ১:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

আজ রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জনাব সৈয়দ নুরুল ইসলাম ১৯৮৬ সালে লালমনিরহাট চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে বিএসসি ও ১৯৯৩ সালে কৃতিত্বের সঙ্গে এমএসসি পাস করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেমোগ্রাফী বিভাগ থেকে এমএএস ডিগ্রি অর্জন করেন ।

তিনি ২০ তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদোন্নতি লাভের পূর্বে তিনি ডিএমপিতে অতিরিক্ত কমিশনার এবং যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ডিএমপির রমনা, ওয়ারী ও মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ বাহিনীতে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম (বার), পিপিএম পদক অর্জন করেন তিনি।

ডিএমপি-এর অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ডিআইজি, ঢাকা রেঞ্জ হিসেবে নিয়োগ পাওয়ায় ঢাকা রেঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।