১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা ডিএসবি এবং ডিবি পুলিশদের সাথে ঢাকা পুলিশ সুপার এর আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত।
২৫, অক্টোবর, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে ডিএসবি ও ডিবি পুলিশদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ নুর আলম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ট্রাফিক উত্তর) আবদুল্লাহিল কাফী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান, পিপিএমসহ ঢাকা জেলা পুলিশের ডিএসবি এবং ডিবি পুলিশের অফিসার ও ফোর্সবৃন্দ।

 

মত বিনিময় সভা শেষে পুলিশ সুপার মহোদয় ঢাকা জেলার পুলিশ লাইন্সে অবস্থিত বিভিন্ন ইউনিট পরিদর্শনসহ ঢাকা জেলা পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সের মেস এর খাবারের মান যাচাই করার জন্য প্রতি সপ্তাহে মেস পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয়ের কল্যাণে ঢাকা জেলার পুলিশ লাইন্স মেসের খাবারের মান অমুল পরিবর্তন এসেছে বলে জানান মেসের সদস্য পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ।