১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা রাজধানীতে শতাধিক স্থানে ভেঙেছে গাছ, আগুন ১৭ জায়গায়।।
২৫, অক্টোবর, ২০২২, ৪:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ- ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসে প্রায় শতাধিক জায়গায় গাছ ভেঙে বা উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে যানচলাচলে কিছুটা বিঘ্নিত হলেও এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সোমবার গভীর রাত ও মঙ্গলবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন রাস্তার গাছগুলো অপসারণ করেছে। তবে অনেক সড়কে খানা-খন্দের কারণে রাস্তায় পানি জমে আছে। এতে যানচলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস৷ গণমাধ্যম কে জানায়, সোমবার দিনভর বৃষ্টি ও বাতাসের কারণে রাজধানীর ১৭টি জায়গায় আগুনের ঘটনা ঘটে। খবরে পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন আগেই নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল থেকে আজ ৪৭ জায়গায় তারা গাছ অপসারণ করেছে। গাছ পড়ে দুইজন আহত হয়েছে বার্তা এলেও ঘটনাস্থলে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি।

এদিকে জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ। মঙ্গলবার নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানানো হয়।

ডিএমপি বলছে, ‘ঘূর্ণিঝড় সিত্রাং’-এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।