চীফ রিপোর্টারঃ – ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন চাঞ্চল্যকর ক্লুলেস অটোচালক হত্যা মামলার মূল রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত ০৫ জন আসামীকে গ্রেফতার এবং ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
বাংলাদেশ আমার অহংকার’’ এই ¯স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষন, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ইং ১৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা আমতলী এলাকার ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপর অজ্ঞাত কে বা কাহারা অটোচালক মোঃ মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে রেখে তার ইজিবাইকটি নিয়ে গেছে মর্মে সংবাদ পাওয়া যায়।
উক্ত ঘটনাটি ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই র্যাব-১৪ এর একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন, ছায়া তদন্ত, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে জোর তৎপরতা শুরু করে।
পরবর্তীতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয় এবং ঘটনার সহিত জড়িত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ বাবু মিয়া (২৩), পিতা- শামসুল হক, সাং- হরিপুর, থানা- ধোবাউড়া, ২। মোঃ রিয়াল মিয়া (২২), পিতা- সাইফুল ইসলাম, সাং- চরমসলন্দ জয়ারচর, থানা- গফরগাঁও, উভয় জেলা- ময়মনসিংহ ৩। মোঃ শামীম (১৯), পিতা- আবুল কাশেম, সাং- কুশিউরা, থানা- দুয়ারাবাজার, জেলা- সুনামগঞ্জ, ৪। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ রাসেল (১৪), পিতা- কামাল হোসেন, সাং- কামালপুর, থানা- পূর্বধলা, জেলা- নেত্রকোনা, ৫। মোঃ নাইম আহমেদ (২৪), পিতা- আবুল কালাম, সাং- মাওনা উত্তরপাড়া, থানা- শ্রীপুুর, জেলা- গাজীপুরদের অদ্য ইং ২৪/১০/২০২২ খ্রি. তারিখ রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপু