৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ আইন আদালত এসপি হারুনের দুর্নীতির তদন্ত চেয়ে রিট
১৩, নভেম্বর, ২০১৯, ৬:১৯ অপরাহ্ণ -

চীফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া আলোচিত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যবহারের তদন্তের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিটটি ওপর শুনানি হয়। পরে আদালত রিট মামলাটির শুনানি স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন। আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেছেন, ‘আপনি তার বিরুদ্ধে অভিযোগগুলো আগে দুর্নীতি দমন কমিশনে দাখিল করেন। দুদক যদি কোনো ব্যবস্থা না নেয়, তারপর আপনারা হাইকোর্টে আসেন। তখন আমরা বিষয়টি দেখব।’ এরপর আদালত রিট আবেদনটির শুনানি মুলতবি করেন।’

আদালতে রিটকারী অ্যাডভোকেট সালেহ উদ্দিন নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও ক্ষমতা অপব্যবহারের তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়। এতে এসপি হারুনের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

ছবি, সংগৃহীত

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!