বিনোদন তথ্যপ্রতিদিন
অর্চিতা স্পর্শিয়া। ছোটপর্দার পর এখন বড়পর্দায় নিয়মিত এই অভিনেত্রী। এই বছর এরইমধ্যে মুক্তি পেয়েছে তার ‘আবার বসন্ত’ সিনেমাটি। চলতি বছর মুক্তি পাবে তার আরো দুটি সিনেমা। এরমধ্যে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘ইতি তোমার ঢাকা’। ১১জন নির্মাতা মিলে নির্মাণ করেছেন এই সিনেমাটি। এরইমধ্যে বেশ আলোচনায় এসেছে স্পর্শিয়ার পরবর্তী এই সিনেমাটি।
সিনেমা প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এখন সিনেমাটাই মনযোগ দিয়ে করছি। এই বছর আরো দুটি সিনেমা মুক্তি পাবে। ‘ইতি তোমার’ ঢাকা’ ছাড়াও ডিসেম্বরে মুক্তি পাবে ‘কাঠবিড়ালী’ সিনেমাটি। আশা করি সিনেমাগুলো দর্শকদের বেশ ভালো লাগবে।’
‘কাঠবিড়ালী’ সিনেমাটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। নির্মাতার ক্যারিয়ারে প্রথম সিনেমা এটি।
সিনেমার ব্যস্ততা ছাড়াও স্পর্শিয়া প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। স্ট্রিমিং অ্যাপ ‘বায়োস্কোপে’ মুক্তি পাবে এটি। এই ওয়েব সিরিজে প্রথমবারের মতো অভিনয় করছেন দেশের গুণী অভিনেত্রী আফসানা মিমি। অন্যদিকে এই প্রথম আফসানা মিমির সঙ্গে কাজ করলেন স্পর্শিয়া।
তিনি বলেন, ‘এই ওয়েব সিরিজটির মাধ্যমে অনেককিছু শিখতে পেরেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় মিমি আপুর সঙ্গে প্রথম কাজের সুযোগ পেয়েছি। তাও আবার তাকে সহঅভিনেত্রী হিসেবে পেয়েছি। কারণ নির্মাণ করলেও অনেকদিন পর তিনি অভিনয়ে ফিরেছেন।’