৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ঘাগড়া ইউনিয়নে প্রাথমিক চক্ষু চিকিৎসা ও ছানি সনাক্তকরণ ক্যাম্প পরিদর্শনে : উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন
১৩, নভেম্বর, ২০১৯, ৭:১৯ অপরাহ্ণ -

শরৎ সেলিম, বিশেষ প্রতিনিধি :  ১৩নভেম্বর ২০১৯ সকাল ১১ টায় ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের বাংলাদেশ জেলা চক্ষু সেবা কর্মসূচী ভিশন, প্রাথমিক চক্ষু চিকিৎসা ও ছানী সনাক্তকরণ ক্যাম্প পরিদর্শন করেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান। সাইটসেভার্স এর অর্থায়নে এবং ব্র্যাক ও ডা: কে.জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের বাস্তবায়নে এবং সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপস্থিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সাথে তারা প্রাথমিকভাবে মত বিনিময় করেন এবং উপস্থিত চক্ষু রোগীদের সু-চিকিৎসা ও সু-ব্যবস্থা প্রদানের পরামর্শ দেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: কামাল উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর, ময়মনসিংহ, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান সাজু সহ উপস্থিত ডাক্তার ও স্বাস্থ্যকর্মকর্তাবৃন্দ।