চীফ রিপোর্টারঃ - রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ আল আমিন। এসময় তার হেফাজত থেকে ৫০০০ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ি (যার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-১৩-৬৮৬৫) ও একটি SYMPHONY মোবাইল সেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত রবিবার (১৩ নভেম্বর ২০২২ খ্রি.) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মতিঝিল থানার টিএন্ডটি কলোনি এলাকায় একজন মাদক বিক্রেতা পিকআপ গাড়িযোগে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। তথ্যর সত্যতা যাচাই করে ঐ এলাকায় অভিযান চালিয়ে পিকআপ গাড়িটি জব্দ করা হয়। এসময় গাড়িটি তল্লাশি করে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল