৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ আইন আদালত রাজধানীতে ট্রাফিক দক্ষিণ বিভাগের সচেতনতামূলক কর্মসূচি
১৩, নভেম্বর, ২০১৯, ১০:২১ অপরাহ্ণ -

সেলিম মিয়াঃ

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ে বাস চালক, হেলপার ও পথচারীদের সচেতন করতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ট্রাফিক দক্ষিণ বিভাগ।

১৩ নভেম্বর ২০১৯ বুধবার ট্রাফিক দক্ষিণ বিভাগের শাহবাগ মোড়ে বাস চালক, হেলপার, পথচারী, যাত্রী ও জনগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে অবহিত করেন মোহাঃ মেহেদী হাসান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ)।

সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।

এ সময়ে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাস চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ী না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী না চালানো ও গাড়ী চালনার আগে গাড়ীর অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়ার দিক নির্দেশনা দেন।

পথচারীদের রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করার জন্য চালক, হেলপার ও পথচারীদের আহ্বান জানান এবং “সড়ক পরিবহন আইন-২০১৮”এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তার মোড়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে “সড়ক পরিবহন আইন-২০১৮” সম্পর্কে অবগত করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

ময়মনসিংহে নৃশংস হত্যা রহস্য উদঘাটন ডিবি ও কোতোয়ালী পুলিশের অভিযানে হত্যাকারী গ্রেপ্তার

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের অনুমোদন । তবুও গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ বর্যপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেই রাস্তা নেই ফায়ার সার্ভিসের অনুমোদন গড়ে উঠছে বহুতল ভবন দুদকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা।

ময়মনসিংহে ডিবির অভিযানে চাঞ্চল্যকর আকাশ হত্যা রহস্য উদ্ঘাটন; গ্রেপ্তার-২, অটো উদ্ধার