সেলিম মিয়াঃ
‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বিষয়ে বাস চালক, হেলপার ও পথচারীদের সচেতন করতে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ট্রাফিক দক্ষিণ বিভাগ।
১৩ নভেম্বর ২০১৯ বুধবার ট্রাফিক দক্ষিণ বিভাগের শাহবাগ মোড়ে বাস চালক, হেলপার, পথচারী, যাত্রী ও জনগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে অবহিত করেন মোহাঃ মেহেদী হাসান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ)।
সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক শাহবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।
এ সময়ে “সড়ক পরিবহন আইন-২০১৮” আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বাস চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মাঝে ট্রাফিক দক্ষিণ বিভাগ কর্তৃক প্রকাশিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ঘুমঘুম চোখে গাড়ী না চালানো, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী না চালানো ও গাড়ী চালনার আগে গাড়ীর অন্যান্য কাগজপত্র সঠিক আছে কিনা তা দেখে নেয়ার দিক নির্দেশনা দেন।
পথচারীদের রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করার জন্য চালক, হেলপার ও পথচারীদের আহ্বান জানান এবং “সড়ক পরিবহন আইন-২০১৮”এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তার মোড়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে “সড়ক পরিবহন আইন-২০১৮” সম্পর্কে অবগত করা হচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।