চীফ রিপোর্টারঃ- ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রন্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো রবিন আলী, শাকিব খান ও মোঃ রেজোয়ান ইসলাম। এসময় তাদের হেফাজত হতে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ও ৭টি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত শাকিব খান ও রেজোয়ান ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
রবিবার (১৩ নভেম্বর ২০২২ খ্রিঃ) দিবাগত রাতে নাটোরের লালপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন এলাকার ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করতো। এ চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারীদের নম্বর সংগ্রহ করতো। পরবর্তীতে তারা কৌশলে টার্গেটকৃত ব্যক্তির মোবাইল থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) হাতিয়ে নিতো। ওটিপি পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও মেসেজ পর্যবেক্ষণ করতো। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদেরকে বিকাশের মাধ্যমে বড় অংকের টাকা পাঠাতে বলতো।
এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিন, শাকিব ও রেজোয়ানকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম পিপিএম জানান, নাটোরের লালপুরে এ ধরনের অপকর্ম করার একটি গ্রুপ তৈরি হয়েছে। সেখানকার অনেককেই শনাক্ত করেছে ডিএমপির সিটি-সাইবার। শিগগিরই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে।
তিনি আরও বলেন, কোনোভাবেই মোবাইল বা ইমোতে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না। সচেতনতাই সাইবার নিরাপত্তার মূল ভিত্তি।
সুত্র, ডিএমপি নিউজ
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল