মারুফ হোসেন কমলঃ
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের দিক নির্দেশনায় জেলা ডিবির ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) আইন শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা অব্যাহত রাখায় ময়মনসিংহ জেলাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
ডিবি পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত অক্টোবর ২০১৯ মাসে মাদক বিরোধী অভিযান ও অপরাধ দমনে প্রতিটি ক্ষেত্রে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হয়। ডিবি পুলিশের ওসি শাহ্ কামাল অাকন্দের নেতৃত্বে গত মাসে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী, জুয়ারী, অস্ত্রবাজ, সন্ত্রাসীসহ তঅপরাধীদের গ্রেফতার করে। এছাড়াও চাঞ্চল্যকর পাটগুদাম ব্রীজ মোড় ট্রলী ব্যাগে অজ্ঞাতনামা লাশ উদ্ধার মামলায় রহস্য উদঘাটন করে চারজনকে গ্রেফতার করে। চলমান অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্র ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। গত অক্টোবর মাসে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১ কেজি গাজা, ১৯০ গ্রাম হিরোইন, ৫৯৬৫ পিছ ইয়াবা, ম্যাগাজিন সহ ১টি বিদেশী ৪টি দেশীয় অস্ত্র, ১টি পাইপ গান, ৪ রাউন্ড গুলি, ৪টি কার্তুস, ২০টি কার্তুসের খোসা ও একটি ট্রাক উদ্ধার করে। এছাড়াও জেলা ডিবির ওসি শাহ্ কামাল আকন্দের মেধা ও দক্ষতায় জিডিমূলে ৫২টি চোরাই মোবাইল সেট উদ্ধার করেন। এই সময় ২টি ল্যাপটপ, জিডিমূলে ৪জন ভিকটিম, ১০ টি ফেইসবুক ফেইক আইডি ও ২৩ জন বিকাশ প্রতারক সনাক্ত করে আটক করেন। এই মাসে ৪৩টি নতুন মামলা রুজু হয় ও নিস্পত্তি হয় ৫৩টি মামলা। পাবলিক পিটিশন নিস্পত্তি ১২টি, সিডি এম.এস মামলা এন্ট্রি ৯৬ টি নিবারণ মূলক গ্রেফতার হয় ৩৫জন।বারবার শ্রেষ্ঠ ডিবি ওসি পুরস্কারপ্রাপ্ত শাহ্ কামাল অাকন্দের তৎপরতাকে ময়মনসিংহবাসী ইতিবাচক চোখে দেখছে।