স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ১৪ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী পূর্বপাড়া বাকৃবি ০১নং গেইট মসজিদের পিছনে আমিন ষ্টোর দোকানের সামনে কাচা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী
১।মোঃ চাঁন মিয়া ওরফে কালা (৩৬), পিতা-আঃ মজিদ, মাতামৃত-সুরজাহান বেগম, সাং-কেওয়াটখালী কবরস্থনের পিছনে, এপি/সাং-বয়ড়া আবাসন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ৮০(আশি)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৮(আট)গ্রাম, যাহার মূল্য অনুমান ২৪,০০০/-(চব্বিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)শাহজালাল এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়াটার দাখিল মাদ্রাসার পূর্ব পাশে জনৈক মোঃ মোকলেছুর রহমান এর ক্ষণস্থায়ী নামক বাসভবন এর সামনে হইতে মাদক মামলার আসামী ১।মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতামৃত-রুস্তম আলী, সাং-নওমহল সরকার বাড়ী, ২। মোঃ মিন্টু মিয়া (৩০), পিতামৃত-আবুল মিয়া, সাং-নওমহল কাজী অফিস, ৩।মোঃ দেলোয়ার হোসেন(৩৯), পিতামৃত-সালাউদ্দিন খান ভূলু, সাং-৪৫ সাহেব আলী রোড, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহগনদের গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে মোট ৪০০(চারশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির সর্ব মোট নগদ ১,৪২০/-(এক হাজার চারশত বিশ)টাকা গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া হাবুল বেপারী মোড়স্থ জনৈক মোঃ ফরাজী মিয়ার বাসার পিছনে হইতে মাদক মামলার আসামী ১। রবিউল ইসলাম ওরফে রবি(৩৬), পিতামৃত-চাঁন মিয়া, সাং-আকুয়া নাজির বাড়ীর মোড় (ভাসমান), ২। মোঃ হারুন অর রশিদ (৩৪), পিতামৃত-লাল মিয়া ওরফে লালু মিয়া, সাং-আকুয়া হাবুল বেপারী মোড় (তাজন ফজন রোড), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়্ এবং তাহাদের নিকট হইতে ১। ২০(বিশ)পিস নেশা জাতীয় ইনজেকশন যাহার গায়ে ইংরেজীতে BUPRENORPHINE INJECTION I.P.2ml লেখা আছে, ওজন (২০x২)=৪০(চল্লিশ) ml, ২। ১৫০(একশত পঞ্চাশ)গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৬,৩৫০/-(ছয় হাজার তিনশত পঞ্চাশ)টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
অত্র কোতোয়ালী মডেল থানাধীন রমেশ সেন রোড পতিতা পাল্লী আবুল মিয়ার ৪নং বাড়ীর তিন তলা বিশিষ্ট বিল্ডিংয়ের দ্বিতীয় তলা শিল্পীর ভাড়াটিয়া ৩নং কক্ষে হইতে মাদক মামলার আসামী ১। শিল্পী (২৪), পিতা- মৃত বদরুল আমিন স্বপন, স্বামী- মিলন, সাং- রমেশ সেন রোড পতিতা পল্লী, ৪নং বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৪ (চার)টি প্রতিটি ১০(দশ) লিটার করে মোট ৪০(চল্লিশ) লিটার দেশীয় মদ ও প্লাষ্টিকের বোতল ১০(দশ)টি, প্রতিটি ০২ (দুই) লিটার করে মোট ২০(বিশ) লিটার দেশীয় মদ, সর্ব মোট (৪০+২০)=৬০ (ষাট) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)আশরাফুল আলম এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা সাকিনস্থ ঢাকা বাইপাস পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ০১। মোঃ আল আমিন (৩২), পিতা-মৃত মনির মিয়া @ মাইন উদ্দিন, সাং-সানুড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০১। খাকী রংয়ের কসটেপ দিয়ে প্যাচানো ৮ বান্ডেল কথিত গাঁজা, যাহার প্রতি বান্ডেলে খাকী কসটেপসহ ওজন ০২ কেজি করে মোট (৮x২)=১৬ (ষোল) কেজি, প্রতি কেজি গাঁজার অনুমান মূল্য ১০,০০০/-(দশ হাজার) টাকা করে সর্বমোট মূল্য (১৬x১০,০০০)= ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা এবং ০২। একটি সাদা রংয়ের CAR TOYOTA Model.R-EE102V-AXHDK একটি গাড়ী, যাহার রেজিঃ নং ঢাকামেট্রো-গ-১৩-৭২৪৭ লেখা আছে, যার ইঞ্জিন নং-4E-FE লেখা ছাড়া অন্য কোন লেখা নেই উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন কৃষ্ণচুড়া চত্বর গবিন্দ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। মোঃ ফারুক আহম্মেদ(৩৫), পিতা- মৃতঃ আনোয়ার হোসেন, সাং-৩৩নং বাইলেন নাটক ঘরলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ০২(দুই) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ)শারমিন হাজান শাম্মী এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন শম্ভুগঞ্জ হইতে নারী ও শিশু আসামী ১। মোঃ কাকন মিয়া (৩২), পিতামৃত-সাজেদুর রহমান, সাং-খিলা, থানা-আটপাড়া, জেলার নেত্রকোনা’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন এলাকা হইতে চুরি মামালার আসামী ১। রফিকুল ইসলাম (৪৫), পিতা-হযরত আলী, সাং-সিংহেরকান্দা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ)উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হইতে অন্যান্য মামলার আসামী ০১। ফরহাদ হোসেন বাবু (২১), পিতা-হোসেন আলী, মাতামৃত-আনোয়ারা বেগম, সাং-বলাশপুর আলিয়া মাদ্রাসা, ২। মোজাম্মেল হোসেন (২০), পিতামৃত-আঃ রাজ্জাক, মাতা-জোন্সা বেগম, সাং-চর নিলক্ষীয়া বাজার
উভয় থানা-কোতায়ালী, জেলা-ময়মনসিংহ
ইহা ছাড়াও এএসআই(নিঃ) সোহেল রানা অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন।
০১।মোঃ আনোয়ার হোসেন, পিতামৃত-রুস্তম, সাং-নওমহল নন্দীবাড়ী, সবুজ মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-কোতায়ালী, জেলা-ময়মনসিংহ
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ওয়ারেন্ট/মামলা রহিয়াছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল