৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিশেষ সংবাদ, ময়মনসিংহ পুলিশ লাইন হাইস্কুলে ওয়াটার পয়েন্ট ও নির্মিত ৪র্থ তলা উদ্বোধন করেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া।।
২৩, নভেম্বর, ২০২২, ৩:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের দোতলায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে নির্মিত ওয়াটার পয়েন্ট উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া পি পি এম ।

 

 

গতকাল ২৩ নভেম্বর বুধবার দুপুর ১২.৩০ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনজরুল ইসলাম,উপ-

 

সহকারী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ মোঃ হাদিদুল ইসলাম (শামীম), বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

 

এর পরপর পুলিশ সুপার একই ভবনে নির্মিত ৪র্থ তলা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নির্মাণ ঠিকাদার মেসার্স নাফিস এন্টারপ্রাইজের প্রোঃ মোঃ জালাল উদ্দীন। এ সময় পুলিশ সুপার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন ঘন ঘন হাত ধোয়া স্কুলের আঙ্গিনা পরিস্কার পরিছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়মিত প্যারেড করার পরামর্শ দেন তিনি।

error: বিনা অনুমতিতে কপি করা আইনত দণ্ডনীয় !!