তাহমিনা, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৩ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ মোস্তাফিজার রহমান ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন । তিনি জয়পুরহাট জেলার একজন কৃতি সন্তান।
জানা যায়, মোঃ মোস্তাফিজার রহমান ১৫ নভেম্বার ১৯৭৭ সালে জয়পুরহাটের ভাদসা ইউনিয়নের মহুরুল গ্রামে জন্মগ্রহন করেন ।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ হতে বিএসসি (অর্নাস) ডিগ্রী অর্জন করেন এবং একই বিভাগ হতে প্রথম শ্রেনীতে প্রথমস্থান অর্জন করে এমএসসি ডিগ্রি লাভ করেন ।
২০০৬ সালে তিনি বাংলাদেশে সিভিল সার্ভিস ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মজীবন শুরু করেন । পরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার, সংস্কৃতি মন্ত্রালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির একান্ত সচিব এবং সর্বশেষ উপসচিব, জনপ্রশাসন মন্ত্রাণালয়ে দায়িত্ব পালন করেছেন ।
এছাড়া তিনি, আমার কোন বক্তব্য নেই, আকাশটাকে বেচে দেবো নাম মাত্র দামে, তিতির শালিকের অরণ্যবিহার, দুয়ারে উদ্বাস্ত ঘাতক নামে পাঁচটি কাব্যগ্রন্থ ও জলপরির জল ছবি, চিলে ঘূড়ির অষ্টপ্রহর, অয়নাংশ, গ্রীবাতলে সূর্যালোক নামে একটি গল্পগ্রন্থ রচনা করেছেন ।
তবে বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ এনামুল হক ময়মনসিংহের উন্নয়নে ব্যাপক কাজ করেছেন। প্রতিটি উপজেলায় বিশেষ করে ঈশ্বরগঞ্জের উন্নয়নে ব্যাপক সহযোগিতা করেছেন তিনি। এ উন্নয়নের সহযোগিতা অব্যাহত থাকবে এটাই দাবী সচেতন মহলের।