১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৪০০০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ
২৪, নভেম্বর, ২০২২, ১১:২১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ – রাজধানীর শাহাজানপুর এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- বিল্টন দে ও আবির খান জামির।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব ডিএমপি নিউজকে জানান, রোববার (২৩ নভেম্বর ২০২২ খ্রি.) মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সংবাদ পাওয়া যায় কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় সরবরাহ করার জন্য শাহাজাহানপুর থানার রেলওয়ে রেস্ট হাউজের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিকাল ০৫:২৫ টায় ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় বিল্টন ও আবির নামের দু’জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা তারা কক্সবাজার জেলার সীমান্তবর্তী টেকনাফ থানা এলাকা হতে সংগ্রহ করে ঢাকায় এনে মহানগরসহ নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন মাদক কারবারীদের নিকট সরবরাহ করে থাকে।

ডিএমপি’র শাহজাহানপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।