আসাদুজ্জামান রিপন (যশোর) :
যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তার আলী নামে এক চটপটির দোকানদারকে আটক করেছে পুলিশ। আটক মুক্তার আলী বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।
২৬ নভেম্বর দুপুরে ভিকটিমের মা এ ঘটনায় আপোষ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানাতে এসে বিচার দাবী করলে আসামি মুক্তারকে গ্রেফতার করে থানা হেফাজতে নেন পুলিশ।
ভিকটিম তার চাচার বাড়ির পাশে চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। আসামী তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে ধর্ষণ করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মুক্তার আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ রবিবার যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল